স্ত্রীকে স্পর্শ করতেই বীর্য বেরহয়ে গেলে রোযার হুকুম কী ???

প্রশ্ন

স্ত্রীকে স্পর্শ করতেই বীর্য বের হয়ে গেলে রোযার হুকুম কী?

image

উত্তর

بسم الله الرحمن الرحيم

রোযা ভেঙ্গে যাবে। কাযা আবশ্যক। কাফফারা নয়।ফাতাওয়া শামী-২/৪০৪, ৪০৬।হেদায়া-১/২১৭।মারাকিল ফালাহ-৬৭৬।মুহিতুল বুরহানী-২/৫৫৮।
والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।ইমেইল- ahlehaqmedia2014@gmail.comlutforfarazi@yahoo.com

Leave a comment