হায়েজা স্ত্রীর কোন অঙ্গ স্পর্শ জায়েজ ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,,
হযরত, মেয়েদের হায়েজের সময় তার স্বামীর
জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত সমস্ত অঙ্গ স্পর্শ
করা জায়েজ আছে কিনা?

উত্তর

ﻭﻋﻠﻴﻜﻢ ﺍﻟﺴﻼﻡ ﻭﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻭﺑﺮﻛﺎﺗﻪ
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক করার
তিন সূরত। যথা-
১- সহবাস করা। এটি হারাম। এতে কোন সন্দেহ
নেই।
২-নাভির উপর থেকে বাকি অংশ এবং হাটুর
নিচ থেকে বাকি অংশ স্পর্শ করা জায়েজ।
এতেও কোন মতভেদ নেই।
৩- নাভির নিচ থেকে হাটু পর্যন্ত স্পর্শ করা
কাপড়ের উপর দিয়ে।
এটিও জায়েজ আছে। কোন সমস্যা নেই।
৪- নাভির নিচ থেকে হাটু পর্যন্ত স্পর্শ করা
কাপড় ছাড়া সরাসরি।
এতে মতভেদ আছে। কারো কারো মতে সহবাস
না করলে জায়েজ আছে। বাকি ইমাম আবূ
হানীফা রহঃ, ইমাম শাফেয়ী রহঃ, ইমাম
মালিক রহঃ সহ অধিকাংশ আলেমদের মতে তা
জায়েজ নয়।
তাই কাপড় ছাড়া তা পরিহার করতে হবে।
ﻓَﻴَﺠُﻮﺯُ ﺍﻟِﺎﺳْﺘِﻤْﺘَﺎﻉُ ﺑِﺎﻟﺴُّﺮَّﺓِ ﻭَﻣَﺎ ﻓَﻮْﻗَﻬَﺎ ﻭَﺍﻟﺮُّﻛْﺒَﺔِ ﻭَﻣَﺎ ﺗَﺤْﺘَﻬَﺎ ﻭَﻟَﻮْ ﺑِﻠَﺎ
ﺣَﺎﺋِﻞٍ، ﻭَﻛَﺬَﺍ ﺑِﻤَﺎ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﺑِﺤَﺎﺋِﻞٍ ﺑِﻐَﻴْﺮِ ﺍﻟْﻮَﻁْﺀِ ﻭَﻟَﻮْ ﺗَﻠَﻄَّﺦَ ﺩَﻣًﺎ، ‏( ﺭﺩ
ﺍﻟﻤﺤﺘﺎﺭ، ﻛﺘﺎﺏ ﺍﻟﻄﻬﺎﺭﺓ، ﺑﺎﺏ ﺍﻟﺤﻴﺾ – 1/486 ، ﺍﻟﺒﺤﺮ ﺍﻟﺮﺍﺋﻖ، ﺑﺎﺏ
ﺍﻟﺤﻴﺾ – 1/198 ، ﺍﻟﻬﻨﺪﻳﺔ، ﺍﻟﻔﺼﻞ ﺍﻟﺮﺍﺑﻊ ﻓﻰ ﺍﺣﻜﺎﻡ
ﺍﻟﺤﻴﺾ – 1/39 )
ﺍﻋﻠﻢ ﺍﻥ ﻣﺒﺎﺷﺮﺓ ﺍﻟﺤﺎﺋﺾ ﻋﻠﻰ ﺛﻼﺛﺔ ﺍﻧﻮﺍﻉ ﺍﺣﺪﻫﺎ ﺍﻟﻤﺒﺎﺷﺮﺓ ﻓﻰ
ﺍﻟﻔﺮﺝ ﺑﺎﻟﻮﻃﺊ ﻭﻫﻮ ﺣﺮﺍﻡ ﺑﺎﻟﻨﺺ ﻭﺍﻻﺟﻤﺎﻉ، ﻭﺍﻟﺜﺎﻧﻰ ﺍﻟﻤﺒﺎﺷﺮﺓ ﺑﻤﺎ
ﻓﻮﻕ ﺍﻟﺴﺮﺓ ﻭﺩﻭﻥ ﺍﻟﺮﻛﺒﺔ ﺑﺎﻟﻴﺪ ﺍﻭ ﺍﻟﺬﻛﺮ ﻭﻏﻴﺮﻩ ﻭﻫﻮ ﻣﺒﺎﺡ
ﺑﺎﻻﺟﻤﺎﻉ، ﻭﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻻﺳﺘﻤﺘﺎﻉ ﺑﻤﺎ ﺑﻴﻨﻬﻤﺎ ﺧﻼ ﺍﻟﻔﺮﺝ ﻭﺍﻟﺪﺑﺮ ﻓﻤﺨﺘﻠﻒ
ﻓﻴﻤﺎ ﺑﻴﻦ ﺍﻻﺋﻤﺔ، ﻭﻗﺎﻝ ﺍﺑﻮ ﺣﻨﻴﻔﺔ ﻭﻣﺎﻟﻚ ﻭﺍﻟﺸﺎﻓﻌﻰ ﺭﺣﻤﻬﻢ ﺍﻟﻠﻪ
ﻭﺍﻛﺜﺮ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﻻ ﻳﺠﻮﺯ، ‏( ﺍﻭﺟﺰ ﺍﻟﻤﺴﺎﻟﻚ، ﺑﺎﺏ ﻣﺎ ﻳﺤﻞ ﻟﻠﺮﺟﻞ ﻣﻦ
ﺍﻣﺮﺃﺗﻪ ﻭﻫﻰ ﺣﺎﺋﺾ- 1/326، ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ- 1/486،
ﺍﻟﻬﻨﺪﻳﺔ- 1/39
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড
রিসার্চ সেন্টার ঢাকা।

2 thoughts on “হায়েজা স্ত্রীর কোন অঙ্গ স্পর্শ জায়েজ ?

  1. Yasmin Khandakar

    নাভি ও তার নিচের সামান‍্য কিছুটা অংশ অনাবৃত রেখে তারপর বাকি অংশ যদি পাজামা বা পেটিকোট দ্বারা হাঁটু পর্যন্ত আবৃত থাকে, তাহলে নাভি ও নাভির নিচের সামান‍্য অনাবৃত অংশ স্পর্শ করলে কি গুনাহ হবে? স্বামী যদি স্ত্রীর কাছে এমনটা আবদার করেন তাহলে স্ত্রীর কি বাধা দেওয়া উচিত হবে? উত্তরটা জানতে পারলে উপকৃত হতাম।

    Liked by 1 person

    1. Assalamu Alaikum…
      আপনি কল করুন এই নম্বর এ
      (((+919002584855 হাফিয, মওলানা, মুফতি আব্দুর রব মাযাহিরি )))
      আপনার জন্য ভালো উত্তর রয়েছে ।
      কিছু প্রশ্ন এর উত্তর personally দেওয়া হয় । তাই এই উত্তর টা সামনে আনতে পারলাম না ।
      Please call Mufti sahab … for your better answer…

      Like

Leave a comment