যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য কুরবানির পশু জবাই করা জায়েজ আছে?

প্রশ্নঃ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ে না তার জন্য কুরবানির পশু জবাই
করা জায়েজ আছে? যে ব্যক্তি পাঁচ
ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য
কি যে কোন ধরনের পশু(গরু, হাঁস,
মুরগী ইত্যাদি)হালাল করার জন্য জবাই
করা জায়েজ আছে?

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ
উত্তরঃ কোন জ্ঞান সম্পন্ন মুসলমান
ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ
না পড়ে কিন্তু জবাই
করতে পারে তাহলে তার জন্য কুরবানি ও
অন্যান্য পশু জবাই করা বৈধ।
এবং এগুলো খাওয়াও বৈধ।
শরয়ী দলীল
ﺗﺤﻔﺔ ﺍﻟﻔﻘﻬﺎﺀ : ‏(419 ‏) ﻭﺃﻣﺎ ﺑﻴﺎﻥ ﺃﻫﻠﻴﺔ ﺍﻟﺬﺑﺢ – ﻓﻨﻘﻮﻝ :
ﻳﺸﺘﺮﻁ ﺃﻥ ﻳﻜﻮﻥ ﻣﻦ ﺃﻫﻞ ﺍﻟﻤﻠﺔ ﺍﻟﺘﻲ ﻳﻘﺮ ﻋﻠﻴﻬﺎ، ﻭﻳﻌﻘﻞ
ﺍﻟﺬﺑﺢ، ﻭﻳﻀﺒﻄﻪ، ﻭﻳﻘﺪﺭ ﻋﻠﻴﻪ ..…… ﻓﻴﺼﺢ ﺍﻟﺬﻛﺎﺓ ﻣﻦ ﺍﻟﻤﺴﻠﻢ
ﻭﺍﻟﻜﺘﺎﺑﻲ ﺇﺫﺍ ﻋﻘﻼ ﺍﻟﺬﺑﺢ ،
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। তুহফাতুল ফুকাহা, ৪১৯পৃ.
২। ফাতাওয়া সিরাজিয়াহ, ৮৮ পৃ.
৩। ফাতাওয়া হিন্দিয়া, খ–৫, ৩২৮
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ

উত্তর প্রদানে
ইফতা বিভাগ
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া