রোযা রেখে নখ চুল কাটলে রোযার ক্ষতি হবে কি ???

প্রশ্ন

আসসালামু আলাইকুম ,চুল কাটা, নখ কাটা, অবান্ছিত লোম শেভ করলে কি রোজা নষ্ট হয়ে যাই? আমি কোনো ভাবেই রোজা নষ্ট করতে চাইনা। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওসাল্লাম ও সাহাবা কি করতেন এটা রোজা থাকা অবস্থায়? (রাতে তারাবি পড়তে হই তাই সময় থাকেনা.)

image

উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاتهبسم الله الرحمن الرحي
রোযা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার সাথে কোন সম্পর্ক নেই। রোযা নষ্ট হবার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে। [মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ৭৪৬৮]সুতরাং ঘাবড়াবার কিছু নেই।
والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।ইমেইল- ahlehaqmedia2014@gmail.comlutforfarazi@yahoo.com

One thought on “রোযা রেখে নখ চুল কাটলে রোযার ক্ষতি হবে কি ???

Leave a comment