মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করার হুকুম কী ???

প্রশ্ন

মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করার হুকুম কী ???

image

উত্তর

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺭﺍﻟﺮﺣﻴﻢ
যদি ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের কোন কাজকরতে থাকে, তাহলে মসজিদে বসে ইন্টারনেট
ব্যবহার জায়েজ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন নাজায়েজ ছবি বা ভিডিও দৃষ্টিগোচর হয়ে না যায়। দ্বীনী কাজ ছাড়া
এমনিতে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। [আলবাহরুর রায়েক-৫/৪১৯]
তবে যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে
মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে,
তাই ব্যবহার না করাই উচিত।
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ

উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড
রিসার্চ সেন্টার ঢাকা।

One thought on “মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করার হুকুম কী ???

Leave a comment